নিখোঁজের ৫৭ ঘণ্টা পর তারা হেঁটে ফিরলেন বাড়ি

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৭:২২ অপরাহ্ণ

চন্দনাইশের দূর্গম পাহাড়ি জনপদ ধোপাছড়িতে নিখোঁজ ২ ব্যক্তি ৫৭ ঘণ্টা পর ফিরে এসেছেন বাড়িতে। তারা হলেন মো. দেলোয়ার হোসেন (৫১) ও মো. নুর হোসেন (৫০)।

গত শুক্রবার দুপুর ২টার দিকে মাষ্টারঘোনা-চিরিংঘাটা-ধোপাছড়ি সংযোগ সড়ক থেকে নিখোঁজ হওয়ার পর গতকাল রবিবার রাত ১১টার দিকে তারা বাড়িতে ফিরে আসেন। নিখোঁজ দুই ব্যক্তি পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরে আসলেও আড়াই দিনের মতো তারা কোথায় ছিলেন তার কোনো তথ্য পুলিশকে জানায়নি বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

জানা যায়, ধোপাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড গণ্ডামারা গ্রামের মৃত এখলাস মিয়ার পুত্র দেলোয়ার হোসেন ও হাজি দানু মিয়ার প্ত্রু নুর হোসেন গত শুক্রবার মোটরসাইকেল যোগে মাষ্টারঘোনা-চিরিংঘাটা-ধোপাছড়ি সংযোগ সড়ক হয়ে দোহাজারীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুপুর ২টার দিকে উক্ত সড়কের চিরিংঘাটা এলাকা থেকে নিখোঁজ হন।

পরবর্তীতে স্থানীয় জনগণ তাদের বহনকারী মোটরসাইকেলটি সড়কে পড়ে থাকতে দেখেন।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গত শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে গণ্ডামারা এলাকার ২ ব্যক্তি দোহাজারী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চিরিংঘাটা এলাকা থেকে নিখোঁজ হন।

এ ব্যাপারে নিখোঁজ দেলোয়ার হোসেনের মেয়ে ওইদিন রাতে চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

ওসি মো. আনোয়ার হোসেন জানান, নিখোঁজের পর তাদের মোবাইল ফোনের লোকেশন প্রথম দিন চন্দনাইশের সাতবাড়িয়া, পরদিন সাতকানিয়ার চরতির দূরদূরীতে পাওয়া যায়। ভিকটিম দেলোয়ার হোসেনের সাথে কথা বললেও তিনি কোনো ধরনের তথ্য দেননি। তাদের নিখোঁজের বিষয়টি রহস্যজনক এবং এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধতারেককে দেখারও ইচ্ছা নেই মকবুলের
পরবর্তী নিবন্ধবান্দরবানের রুমা-রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা