চন্দনাইশে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ১০:১৭ অপরাহ্ণ

মাদক মামলায় ৫ বছরের সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। তার নাম সাইদ আহমদ হাসনাত।

গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (২৩ জুলাই) রাত ৮টায় চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, নগরীর হালিশহর এলাকায় ২০২৬ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলার ৫ বছরের সাজা পরোয়ানা এবং ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী সাইদ আহমদ হাসনাতের চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় অবস্থানের সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশদল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হাসনাত চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া বদুরপাড়া গ্রামের হাজী আবুল খায়েরের ছেলে।

মাদক মামলায় ৫ বছরের পরোয়ানাভুক্ত আসামী সাইদ আহমদ হাসনাতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধপৌরসভা অফিসে টিসিবির পণ্য মজুদ, ব্যবসায়ীর ৩০ দিনের জেল
পরবর্তী নিবন্ধগাড়ি চলাচল নিয়ে ইসির নির্দেশনা