চাক্তাইয়ে খেলাচ্ছলে খালে লাফ দিয়ে ২ কিশোরের মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৫:৩৯ অপরাহ্ণ

‘খেলার ছলে’ ভবন থেকে খালে লাফ দিয়ে নগরীর চাক্তাই এলাকায় মারা গেছে দুই কিশোর।

আজ শনিবার(১৩ আগস্ট) দুপুরে খাতুনগঞ্জ এলাকার চাক্তাই খালে নিখোঁজের চার ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ দুই কিশোর হলো মো. মামুন(১৮) ও মো. হৃদয়(১৩)। তাদের বাড়ি বাকলিয়ার মহাজের কলোনিতে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম বলেন, “মামুন ও হৃদয় দুপুরে একটি লোহার ব্রিজের উপর থেকে খালের পানিতে লাফিয়ে পড়ে খেলছিল। এক পর্যায়ে তারা দু’জনই ব্রিজের পাশে সোনা মিয়া ভবনের পাঁচতলার ছাদে উঠে খালের পানিতে লাফ দেয়। কিন্তু তারা পানিতে পড়ে আর উঠেনি। বেলা সাড়ে চারটার দিকে পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”

ওসি রহিম বলেন, “স্থানীয় লোকজন জানিয়েছে, প্রতিদিন নদীতে জোয়ার আসলে আরও কিছু কিশোর ব্রিজ থেকে কিংবা বিভিন্ন উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে খেলা করে। আজকেও একই কাজ করতে গিয়ে এই দু’জন পানি থেকে আর উঠতে পারেনি।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার উপকূলে ট্রলারডুবি, ২২ জেলে উদ্ধার
পরবর্তী নিবন্ধআমরা রাজপথে নামলে বিএনপি পালানোর জায়গা খুঁজে পাবে না