প্রধানমন্ত্রীর সাথে ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ২:১৭ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হোটেল রিজ কার্লটনে সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দার বিল্লা’র নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল চৌধুরী, সাধারণ সম্পাদক ও ‘শেখ কামাল’ ইউএসএ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ডা. রবি আলম এবং ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বড়ুয়া অশীতি চৌধুরী।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতে অনুষ্ঠিত ‘শেখ কামাল’ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফির প্রতিকৃতি তুলে দেওয়া হয়।