আঁধার ভেঙে আলোর মিছিলে বোধনের গণহত্যা দিবস স্মরণ

| রবিবার , ২৬ মার্চ, ২০২৩ at ১২:১৭ পূর্বাহ্ণ

বাঙালির মুক্তি সংগ্রামের পথ চিরতরে বন্ধ করতে ১৯৭১ সালের ২৫-এ মার্চ মধ্যরাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। হত্যাযজ্ঞ শুরু করে নির্বিচারে। ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত সেই হত্যাযজ্ঞে প্রাণ হারায় হাজার হাজার নিরীহ মানুষ।

দিনটি স্মরণে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় নগরীর জামালখান মোড় সংলগ্ন ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করে প্রদীপ প্রজ্বালন, কবিতা আবৃত্তি ও কথামালা’র।

আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোধন-এর সহ সভাপতি সুবর্ণা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, অর্থ সম্পাদক অনুপম শীল, অনুষ্ঠান সম্পাদক মৃন্ময় বিশ্বাস, আবৃত্তিশিল্পী পল্লব গুপ্ত, পার্থ বড়ুয়া, পলি ঘোষ, লিমা চৌধুরী, শুভাগত বড়ুয়া, ত্রয়ী দে, বিজয় শংকর বড়ুয়া, সুমিত শুভ্র, পূর্ণা দাশ, শর্মিলা বড়ুয়া প্রমুখ। এসময় পঁচিশে মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাই এ প্রতিপাদ্যে বোধনের আবৃত্তিশিল্পীরা আবৃত্তির মাধ্যমে ভয়াল এ কালরাত্রির নির্মমতা তুলে ধরেন।

পরে আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশিত হয় ছোটদের বৃন্দ পরিবেশনা ‘আমরা শিশু, আমার দেশ’।

সবশেষে আঁধার ভেঙে আলোর মিছিলের মাধ্যমে শেষ হয় বোধনের গণহত্যা দিবসের আয়োজন।

পূর্ববর্তী নিবন্ধশিশু শিক্ষার্থী‌কে বলাৎকারের অ‌ভি‌যো‌গে বাঁশখালী‌তে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা