শিশু শিক্ষার্থী‌কে বলাৎকারের অ‌ভি‌যো‌গে বাঁশখালী‌তে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালীর কালীপুর ইউ‌নিয়‌নে অব‌স্থিত পালেগ্রাম শাহ হা‌কিম মিঞা সিনিয়র মাদ্রাসার হাফেজ বিভাগে অধ্যয়নরত ১০ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে।

আজ শ‌নিবার (২৫ মার্চ) রাতে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মাদ্রাসা শিক্ষক মো. জাহাঙ্গীর আলম(২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামের ফরিদ আহমদ ও রা‌শেদা বেগ‌মের পুত্র।

শ‌নিবার রাতে শিশুটির মা বাদী হয়ে তার সন্তানকে বলাৎকার করার অপরা‌ধে ৯(১) ২০০০ সা‌লের নারী ও শিশু নির্যাতন দমন আইন সং‌শোধনী ২০০৩ এর ম‌তে বাঁশখালী থানায় মামলা করা হ‌য়ে‌ছে জানান বাঁশখালী থানার এসআই রাজীব কুমার পোদ্দার।

থানায় প্রদত্ত অ‌ভি‌যোগ ও শিক্ষার্থীটির অ‌ভিভাবক সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে শিশুটিকে এই মাদ্রাসায় হাফেজ পড়ানোর জন্য ভর্তি করা হয়। শিশুটি মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করছিল। অভিযুক্ত জাহাঙ্গীর আলম ওই মাদ্রাসার হাফেজ বিভাগের শিক্ষক। তিনি প্রায় সময় শিশু শিক্ষার্থীটিকে রাতে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করতেন।

বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখাতেন শিক্ষক জাহাঙ্গীর।

ছেলেটির বাবা বলেন, “গত দুই মাস ধরে সেখানেই থাকত আমাদের ছেলে। এর মধ্যে ছেলে বাড়িতে এসে আর মাদ্রাসায় যাবে না বলে জানায়। পরে ছেলে তার মাকে পুরো বিষয়টি খুলে বলে। মাদ্রাসার পাষণ্ড শিক্ষক আমার ছেলেকে দুই মাস ধরে ঘুমাতে দেয়নি। সে প্রতিনিয়ত আমার ছেলেকে নির্যাতন করেছে। আমাদের অভিযোগের পর ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার ক‌রে‌ছে এবং আমার স্ত্রী বাদী হ‌য়ে মামলা ক‌রে‌ছে।”

পূর্ববর্তী নিবন্ধকারের তেলের ট্যাংকে কোটি টাকার ইয়াবা, লোহাগাড়ায় পাচারকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধআঁধার ভেঙে আলোর মিছিলে বোধনের গণহত্যা দিবস স্মরণ