বিদ্যুৎ-পানি নেই, নগরবাসীর দুর্ভোগের সীমা নেই

ডা. শাহাদাত হোসেন

| শনিবার , ১৫ এপ্রিল, ২০২৩ at ১০:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হো‌সে‌ন বলেছেন, “নগরবাসী নিদারুণ কষ্টের মধ্যে এই পবিত্র রমজান মাসের দিনগুলো পার করছে। এই সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি যেভাবে ধ্বংস হয়ে গেছে ঠিক তেমনি কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের নামে দুর্নীতির কারণে আজ সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে। পুরো নগরজুড়ে বিদ্যুৎ নেই, পানি নেই, তাই মানুষের দুর্ভোগের সীমা নেই। এই হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকারের স্মার্ট বাংলাদেশের অবস্থা। এই দুর্নীতিবাজ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অর্থ লুটপাট করবে এবং সরকার ও সরকার দলীয় লোকজন আঙ্গুল ফুলে গাছ হবে। গলাবাজি করবে বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ। নির্লজ্জ এই সরকারের বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে। দুর্ভোগের কোনো সীমা নেই।”

তিনি আজ শনিবার (১৫ এপ্রিল) বিকালে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণকালে বক্তব্যেকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, “দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে। জনগণের অধিকার আদায়ে বিএনপি রাজপথে আছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।”

মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে শাহাদাত হোসেন নাবিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক এম এ সবুর, যুগ্ম-সম্পাদক আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য কামরুল ইসলাম, কোথালী থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, খাইরুল বসর, আব্দুল করিম, নগর স্বেচাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক খান আলী মুর্তজা খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর ছাত্রদল নেতা সালাউদ্দিন শাহেদ, যুবদল নেতা মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ শাহেদ, আরিফ ইকবাল, মহসিন কবির আপেল, এম মোহাম্মদ রিমান, মাইনুদ্দিন খান রাজিব, সোনা মানিক,আবু সালে আবিদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ইশতিয়াক, নাঈম ফয়সাল,শহিদুল ইসলাম ফয়সাল, শাহ নেওয়াজ তুষাণ, পাথরঘাটা ওয়ার্ড ছাত্রদল নেতা মো. মানিক, মিনহাজ নেওয়াজ রাতুল, মোহাম্মদ জিসান, মোহাম্মদ আদনান, যুবরাজ প্রমুখ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে আগুন
পরবর্তী নিবন্ধজেসিআই চট্টগ্রামের দ্বিতীয় সাধারণ সভা ও ইফতার মাহফিল