ওমান থেকে ঢাকায় যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে ২৩ কেজি ওজনের ২০৪টি সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় যায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় অবতরণ করে বিজি ১২২ ফ্লাইটটি।
‘গোপন সংবাদের ভিত্তিতে’ আগে থেকেই প্রস্তুত থাকা কাস্টমসের প্রিভেন্টিভ শাখার কর্মকর্তারা চালানটি জব্দ করেন যার আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করতে পারেনি কাস্টমস।
ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দিন জানান, সোনার বারগুলো কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। কার্গো হোল্ডটি (মালামাল রাখার জায়গা) উড়োজাহাজটির টয়লেটের পাশেই। টয়লেটের পার্টিশন সরিয়েও সেগুলো কার্গো হোল্ডে রাখা সম্ভব।
কাস্টমস কর্মকর্তা কাজী ফরিদ বলেন, “টয়লেটের কোনো একটি স্থানের স্ক্রু খুলে বারগুলো কার্গো হোল্ডে ফেলা হয়ে থাকতে পারে।”
এ বিষয়ে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তবে বিষয়টি নিয়ে বিমান বন্দর থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি আজিজুল হক মিঞা।