কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল

আজাদী অনলাইন | বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১০:৪৩ অপরাহ্ণ

কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে যাত্রাবিরতি করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে কম্বোডিয়া যাচ্ছিলেন তিনি।

আজ বুধবার(৩ আগস্ট) বিকালে বিলাওয়াল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, বিলাওয়াল ভুট্টো ট্রানজিট স্থান হিসাবে শাহ আমানত বিমানবন্দরে ৪০ মিনিট অবস্থান করেন।

হাই কমিশনের ফেসবুক পেজে বিলাওয়াল ও হাছান মাহমুদের কয়েকটি ছবি দিয়ে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের তথ্যমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অন্যকে বই উপহার দেন।

যাত্রা বিরতিকালে বিলাওয়াল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান বলে জানায় হাই কমিশন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ আজ বন্দরনগরীতে বেতার ভবন পরিদর্শনসহ কিছু কর্মসূচি সেরে বিকালেই বিমানে ঢাকার পথে রওনা হন।

বিলাওয়ালের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো আসেননি। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের আসার কথা থাকলেও পরে তিনিও আসেননি। মন্ত্রী পর্যায়ের সেই সম্মেলনে পাকিস্তান ভার্চুয়ালি অংশ নিয়েছিল।

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে কম্বোডিয়া গেলেন বিলাওয়াল। আগামী ৪ থেকে ৬ আগস্ট এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসুইসাইড নোট লিখে কক্সবাজারের হোটেলে পর্যটকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধফল যাবে না চীনে, বালু যাবে না তাইওয়ানে