বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা সহ শামসুল আলম প্রকাশ দিবিয়া (২৪) নামে ১ জনকে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাঁশখালী থানার এসআই মো. আজিমুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ উখিয়ার কুতুপালং ক্যাম্প-৫, ব্লক-জি ৫৩ এলাকার কালা মিয়ার পুত্র শামসুল আলম প্রকাশ দিবিয়াকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মাদক আইনে মামলাসহ গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন।
মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।