পার্বত্যাঞ্চলে র‌্যাবের হাতে ৭ জঙ্গি, ৩ পাহাড়ি গ্রেপ্তার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১০:৫৯ অপরাহ্ণ

পার্বত্যাঞ্চলে অভিযান চালিয়ে আরও সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব; তাদের সঙ্গে গ্রেপ্তার হয়েছে তিন পাহাড়িও।

জঙ্গিদের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নতুন যোগসূত্র স্থাপনের বিষয়টি প্রকাশ্যে আনার পর আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) এই খবর দিল র‌্যাব।

এর আগে পার্বত্যাঞ্চলে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আস্তানা গাঁড়ার কথা জানানো হয়েছিল।

দুই দফায় ১২ জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। তৃতীয় দফায় সাতজনকে নিয়ে সংগঠনটির মোট ১৯ সদস্যকে গ্রেপ্তার করা হলো বলে জানান র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, “একই সাথে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ জনকেও গ্রেপ্তার করা হয়।”

বান্দরবান ও রাঙামাটিতে অভিযানে তারা গ্রেপ্তার হন বলে জানিয়েছে র‌্যাব। এ সময় র‌্যাব বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের কথাও বলেছে।

গ্রেপ্তার পাহাড়িরা কোন সংগঠনের তা র‌্যাব স্পষ্ট করেনি তবে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের নামই ঘুরে-ফিরে আসছে। এই দলটি ‘বম পার্টি’ নামেও পরিচিত।

অভিযানের বিস্তারিত আগামীকাল শুক্রবার বান্দরবানে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৬ হাজার ইয়াবা সহ রোহিঙ্গা গ্রেফতার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ছাত্রসেনাকর্মীর রহস্যজনক মৃত্যু