বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ও পৌরসভার উত্তর জলদি এলাকার ৩নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে জমির টপ সয়েল কাটার সময় ৪টি স্ক্যাভেটর ও ৪টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার সময় এসব জব্দ করা হয়।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাঁশখালীর বিভিন্ন স্থানে নির্বিচারে শুরু হয়েছে জমির টপ সয়েল কাটার মহোৎসব। এরই জের ধরে
সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবৈধভাবে মাটি কাটার সময় ২টি স্ক্যাভেটর জব্দ করে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. শাহেদের জিম্মায় এবং বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকার ৩নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে জমির টপ সয়েল কাটার সময় ৪টি স্ক্যাভেটর ও ৪টি ডাম্পার ট্রাক জব্দ করে ৩নং ওয়ার্ড কাউন্সিলর জামসেদ আলমের জিম্মায় দেওয়া হয়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ও পৌরসভার উত্তর জলদি এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কেটে কৃষি জমি চাষের অনুপযোগী করায় অভিযান পরিচালনা করে ৬টি স্ক্যাভেটর ও ৪টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
এই সময় মাটি কাটার সাথে সংশ্লিষ্ট লোকজন ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
কৃষি উৎপাদন রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।