মার্তিনেসের অশালীন ভঙ্গির সেই ছবি ভাইরাল

আজাদী অনলাইন | সোমবার , ১৯ ডিসেম্বর, ২০২২ at ৮:১৪ অপরাহ্ণ

২০২২ বিশ্বকাপ ফুটবলের টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে কাপ জিতেছে আর্জেন্টিনা। মূল সময় ও অতিরিক্ত সময়ের খেলায়ও জয়-পরাজয় নির্ধারণ করা না যাওয়ায় টাইব্রেকারে যেতে হয়। টাইব্রেকার যেকোনো ফুটবলার এবং গোলরক্ষকের স্নায়ুচাপ বাড়িয়ে দেয় তাতে কোনো সন্দেহ নেই।

সেইরকম একটি অবস্থার মধ্যেও ফাইনালের মতো লড়াইয়ে মাথা ঠাণ্ডা রেখে টাইব্রেকারে ফ্রান্সের দু’টি শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। শুধু তা-ই নয় পেনাল্টি ঠেকিয়ে নাচতেও দেখা যায় তাকে।

স্বাভাবিকভাবেই বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কারটা ওঠে তার হাতেই। তবে ‘গোল্ডেন গ্লাভ’ হাতে যে অঙ্গভঙ্গি তিনি দেখিয়েছেন তা রীতিমতো অশালীনই। সেই সময় তার কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন কাতারের কর্মকর্তারা। পরে এই পুরস্কারকে তার মাথার উপরে তুলে নাড়াতে দেখা যায়।

ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে তার অশালীন অঙ্গভঙ্গির ছবিটি। সমালোচনার মুখে পড়েন এ আর্জেন্টাইন গোলরক্ষক। তাতে অবশ্য তিনি কোনো কেয়ারও করেননি।

এমন অঙ্গভঙ্গির পেছনের রহস্যের খোলাসা করে মার্তিনেস বলেন, “আমি এমনটা করেছি কারণ ফরাসিরা আমাকে অবজ্ঞা করেছে। আমার ভেতর অহংকার কাজ করে না।”

টাইব্রেকারের আগে অতিরিক্ত সময়ের শেষ দিকে দারুণ এক সেভ করেন মার্তিনেস। সেটি না হলে হয়ত আজ বিশ্বকাপ আর্জেন্টিনারই হতো না। লিওনেল মেসিও চুমু দিতে পারতেন না সোনালী ট্রফিতে কিন্তু মার্তিনেস ছিলেন বলেই তা সম্ভব ছিল।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী‌তে জমির টপ সয়েল কাটার সময় স্ক্যাভেটর ডাম্পার ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইউসুফ হত্যার আসামি আবু তালেব কারাগারে