বাঁশখালীর চাম্বলে হাতির হামলায় নিহত ১

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৭:১৩ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার চাম্বলের পাহাড়ি এলাকায় হাতির হামলায় দুদু মিয়া (৬১) নামে এক ব্যক্তি মারা গেছে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে সংঘটিত ঘটনায় মারা যাওয়া দুুদু মিয়া চাম্বল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জঙ্গল চাম্বল এলাকার মৃত নুরুল ইসলামর পুত্র বলে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুদু মিয়া জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকার অভ্যন্তরে চাষাবাদের কাজ করাকালীন সময়ে হাতির হামলার শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে বিকালে স্থানীয় জনগণ তার মরদেহ নিয়ে আসে।

নিহতের পরিবার জঙ্গল চাম্বল ধুইল্যা ঝিরি এলাকায় বসবাস করে। তাদের সংসারে ৩ ছেলে ২ মেয়ে রয়েছে। তারা গত ১০/১২ বছর পেকুয়ার রাজাখালি এলাকা থেকে এখানে এসে বসবাস করছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

বাঁশখালীর চাম্বলের ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে নিহতের দাফন-কাফনের জন্য প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ করেন বলে জানা যায়।

এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ ও চাম্বল বনবিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, “চাম্বলের পাহাড়ি এলাকায় বসবাস করা নুরুল ইসলাম পাহাড়ে কাজ করাকালীন সময়ে হাতির হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। বাঁশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি প্রদান করে।”

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “হাতির হামলায় নিহতের দাফন-কাফনের জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।”

সরকারিভাবে তাদের পরিবারকে অনুদান প্রদান করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৫ হাজার ভুয়া জন্মনিবন্ধন করে চট্টগ্রামে ধরা চারজন
পরবর্তী নিবন্ধপ্রাইভেটকারের তেলের ট্যাংকে কোটি টাকার ইয়াবা