চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী কাজীর পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ পরিবার নিঃস্ব হয়েছে এবং ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা বলে
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোকদন্ডি গ্রামের কাজীর পাড়া এলাকায় আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এসময় এ অগ্নিকাণ্ডে নুরুল ইসলামের কন্যা খালেদা বেগম (৩২) শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় শরীরের বিভিন্ন অঙ্গ আগুনে পুড়ে গুরুতর আহত হয়।
তাকে স্থানীয়রা উদ্ধার করে বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিমের সদস্যরা ঘটনাস্থলে গেলেও সড়ক সরু হওয়ার কারণে ঘটনাস্থলে গাড়ি প্রবেশ না করায় পরে ভ্যান গাড়িতে করে পানির লাইন নিয়ে স্থানীয় জনগণ সহ আগুন নিয়ন্তণে আনে।
তার আগেই অধিকাংশ মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্থরা।
অগ্নিকান্ডে বাড়ির প্রয়োজনীয় মালামালের পাশাপাশি বেশ কিছু গৃহপালিত পশু ও পুড়ে মারা যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মৃত আব্দুস ছবুরের পুত্র মো. করিম, মৃত নুর আহমদের পুত্র মো. ইসমাইল, মৃত ফারুখ আহমদের পুত্র মো. শামশু মিয়া, মো. এন্তু মিয়া, মো. নুর ইসলাম, মৃত মোকতার আহমদের পুত্র মো. ইলিয়াছ, রশিদ আহমদের পুত্র মো. মামুন, কাইছার আহমদের পুত্র মো. শাকিল, মৃত রশিদ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম।