বাঁশখালী ইকোপার্কে পর্যটককে ছিনতাই ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসা পর্যটককে ধর্ষণ চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে মো. মহিউদ্দিন (১৯) ও মো. হামিদ উল্লাহ্ প্রকাশ বাদশা (১৮) নামে দু’জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসা পুরুষ পর্যটককে ছুরিকাঘাত করে তার সাথে আসা এক নারী পর্যটককে ধর্ষণের চেষ্টা করে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা। এ সময় তারা চিৎকার দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

প‌রে শুক্রবার রা‌তে স্থানীয় লোকজন জ‌ড়ো হ‌য়ে ছিনতাইকা‌রীদের শনাক্ত ক‌রে ধরে এনে পার্কের কর্মকর্তার সহায়তায় পুলিশে সোপর্দ করে।

বাঁশখালী থানা পুলিশ এসে ছিনতাইকারীদের আটক করে রা‌তে থানায় নিয়ে আ‌সে। আটককৃতরা হলো উপজেলার শীলকূপ ইউ‌নিয়‌নের পূর্ব মনকিচর ৮ নম্বর ওয়ার্ড এলাকার গুনু মিয়ার ছেলে মো. মহিউদ্দিন এবং শীলকূপ মাতব্বর পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকার শামসুল আলমের পুত্র মো. হামিদ উল্লাহ্ প্রকাশ বাদশা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পার্কে বেড়াতে আসেন শিলকূপ মহল্লা পাড়া (হেটপাড়া) এলাকার সৈয়দ নুর ও সরলের মিনজিরিতলা ভাদালিয়ার ফুলি বেগম (ছদ্মনাম) নামে দু’জন পর্যটক। এ সময় সন্ধ্যা হ‌য়ে গে‌লে সৈয়দ নূরকে ছুরিকাঘাত করে এবং নারী পর্যটককে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে ধরে পার্কের একটি কক্ষে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ইকোপার্কের আওতাধীন এলাকার বাইরে গভীর জঙ্গলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে ধরে বাঁশখালী থানা পুলিশে সোপর্দ করি। পুলিশ ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়।”

তিনি আরো বলেন, “এসব ছিনতাইকারিরা মূলত ভিন্ন পথে পার্কে প্রবেশ করে অনৈতিক কাজ করার চেষ্টা করে। আমরা এখন পর্যটকদের নিরাপত্তার জন্য নজরদারি বাড়িয়েছি।”

বিগত কয়‌দিন থে‌কে ই‌কো পা‌র্কে এক‌টি নাট‌কের শু‌টিং চলা‌তে হাজার হাজার পর্যটক ভিড় জমায়। গতকাল সেই নাট‌কের শু‌টিং শেষ ক‌রে সং‌শ্লিষ্ট অন্যরা চ‌লে যায়। এমন সময় এ ধর‌নের এক‌টি ঘটনায় সাধারণ দর্শক‌দের মা‌ঝে বিরূপ প্রভাব প‌ড়ে‌ছে ব‌লে দাবি করেন স্থানীয়রা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ছিনতাইকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাঁশখালী ইকোপার্কে দর্শনার্থীদের ছিনতাই ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তাদেরকে পরবর্তীতে আদালতে চালান করে দেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধওষুধসহ চমেক হাসপাতালে যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবান্দরবানে মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি