বাঁশখালীতে ড্রেজার ও বালি জব্দ

অ‌বৈধভা‌বে বা‌লি উ‌ত্তোলন

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শুক্রবার , ৬ মে, ২০২২ at ১০:৫৩ অপরাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমারী ছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও আনুমানিক ৪ হাজার ফুট বালি জব্দ করা হয়।

আজ শুক্রবার(৬ মে) বিকা‌লে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে জব্দকৃত বালি প্রকাশ্য নিলামের মাধ্যমে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয় ব‌লে সূত্রে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমারী ছড়া এলাকায় অ‌বৈধভা‌বে ড্রেজার দি‌য়ে বা‌লি উ‌ত্তোল‌নের ফ‌লে ছড়ার দু’পাশ ভে‌ঙে এলাকার ক্ষ‌তিসাধন হওয়ার খবর পে‌য়ে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন।

অভিযানে এক‌টি ডেজার মে‌শিন জব্দ এবং জব্দকৃত বালি প্রকাশ্য নিলামের মাধ্যমে ৭৫ হাজার টাকা বিক্রি করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপিস্তল হাতে ফেসবুকে ছাত্রলীগ নেতা
পরবর্তী নিবন্ধবাঁধভাঙা ঈদ আনন্দ