চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছরা ইউনিয়নের ইলশা গ্রাম থেকে নিখোঁজের ৭ দিন পর নুর উল্লাহ মাপি (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নুর উল্লাহ মাপি বাহারছরার ইলশা গ্রামের নুরুল আনসারের ছেলে।
জলকদর খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হলে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বাহারছরা রত্নপুর ৩নং ওয়ার্ড এলাকা থেকে বাহারছরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সেটি উদ্ধার করে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় মোশাররফ আলী মিয়ার বাজার সড়কস্থ ইলশা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে শিশু নুর উল্লাহ্ নিখোঁজ হয়। কোথাও খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে এবং আত্মীয়-স্বজন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের খবর ছড়িয়ে পড়লেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
মরদেহের হাতের কব্জি, মুখ ফুলে গেছে। পরনের কাপড় ও গলায় তাবিজ দেখে শনাক্ত করা হয় এটি নিখোঁজ হওয়া শিশু নুর উল্লার মরদেহ।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, নিখোঁজ শিশুটির মরদেহ জলকদর খাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুর উল্লাহর পরিবারের সদস্যদের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে প্রকৃত ঘটনা উদঘাটন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।