দেশের ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপীয়দের মতো: বাণিজ্যমন্ত্রী

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ৪:২১ অপরাহ্ণ

দেশে প্রায় চার কোটি মানুষ আছেন যাদের ক্রয়ক্ষমতা সাত হাজার কিলোমিটার দূরের ‘ইউরোপের বাসিন্দাদের মতন’ বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তার ভাষ্য, “আমাদের দেশেও কিন্তু একটা অ্যাভেইল পিপল উচ্চবিত্ত হয়েছে। যেটা বলা হয়, আমাদের সতের কোটি মানুষের মধ্যে প্রায় চার কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপের মানুষের সমান।”

আজ মঙ্গলবার রাজধানী ঢাকার কুড়িলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে পাঁচ দিনের জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

তার যুক্তি, দেশেই যেহেতু ‘ইউরোপের মানুষের মতো’ বিপুল সংখ্যক নাগরিকের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে, সেহেতু তাদের জন্য ইউরোপীয় মানের আসবাবপত্র বানাতে পারেন ব্যবসায়ীরা। এই চার কোটি মানুষ কিন্তু দাম দেবে, ভালো জিনিসপত্র কিনতে পারবে।”

বাণিজ্যমন্ত্রী বলেন, “গত ১০-১২ বছরে বাংলাদেশের ফার্নিচার শিল্পের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন আমাদের দেশে এত মানসম্পন্ন ফার্নিচার তৈরি হচ্ছে যে বিদেশ থেকে তেমন একটা আমদানি করতে হয় না।”

তাতে বিদেশি মুদ্রা সাশ্রয় হচ্ছে জানিয়ে তিনি এখন ফার্নিচার রপ্তানির দিকে মনোযোগী হতে ব্যবসায়ীদের তাগিদ দেন।

ভবিষ্যতে বিদেশি ক্রেতা আনার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

অন্যদের মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আহসান, ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব ইলিয়াস সরকার, ফার্নিচার রপ্তানি সমিতির সভাপতি কে এম আকতারুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএক দিনেই পাওয়া যাবে ভারতের মেডিকেল ভিসা
পরবর্তী নিবন্ধবাঁশখালী‌তে নি‌খোঁ‌জের ৭‌ দিন পর শিশুর মরদেহ উদ্ধার