বাঁশখালীতে হা‌মিদ হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৭:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর সর‌লের হা‌জীর‌খিল এলাকার হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়া (৩৮) হত্যাকাণ্ডের সাথে জড়িত ২ এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৯ মে) সকালে থানা পু‌লিশ সাঁড়া‌শি অভিযান চালিয়ে সরল ইউনিয়নের হাজীরখিল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) ও নুরু মিয়ার ছেলে মো. আনোয়ারকে(২৮) গ্রেফতার ক‌রে।

হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়া হত‌্যাকা‌ণ্ডের ঘটনায় নিহ‌তের স্ত্রী মর্তুজা বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামী করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আব্দুল কাদের ও মো. আনোয়ার সেই মামলার এজাহারনামীয় আসা‌মী ব‌লে জানায় পু‌লিশ ।

বাঁশখালী থানা পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরল ইউনিয়নের ২নং ওয়া‌র্ডের হাজীরখিল এলাকায় জায়গা-জমি ও পূর্ব শক্রতার জের ধরে হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়াকে গতকাল সোমবার ভো‌রে নতুন করা নিজ বা‌ড়ি‌তে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর থে‌কে এলাকার আইনশৃংখলা প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রাখ‌তে এবং অপরাধী‌দের গ্রেফতার কর‌তে সাদা পোশাকে অবস্থান নেয় পু‌লিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “হত্যাকাণ্ডের পর থেকে পুলিশের একটি দল অভিযানে নামে। এতে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামী আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের ও মো. আনোয়ারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এলাকার প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে ব‌লে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইমরানের গ্রেফতারের পর ইসলামাবাদে ১৪৪ ধারা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় হেফজখানার ছাত্রকে বেদম মারধরের অভিযোগ