বাঁশখালীর প্রধান সড়ক চেচুরিয়া এসকেবি কনভেনশন হলের সামনের প্রধান সড়কে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সংঘটিত ঘটনায় অটোরিকশা চালকসহ ৬ জন আহত হয়। তাদের মধ্যে আশংকাজনক ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্যদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে চেচুরিয়া এলাকার এসকেবি কনভেনশন হলের সামনের প্রধান সড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনায় আহতরা হলেন কক্সবাজার জেলার মোহাম্মদ রাজুর স্ত্রী শাকিলা আক্তার (২৫), একই জেলার মহেশখালীর মৃত মমতাজ আহমেদের ছেলে আব্দুল আজিজ (৩০), বাঁশখালী উপজেলার ছনুয়া খুদুকখালী ৮নং ওয়ার্ডের মুন্সি মিয়ার ছেলে মোছলেম উদ্দীন (৪৮)), গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাহমুদুল হক মিস্ত্রির ছেলে মো. রিয়াদ (১২), উত্তর জলদি ৪নং ওয়ার্ডের আবু ছিদ্দিকের ছেলে অটোরিকশা চালক মো. রিয়াজ (১৭), ছনুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল হামিদের ছেলে মো. শোয়েবুর রহমান (২০)।
তাদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সাবরিনা ইসলাম জানান, প্রধান সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশা চালকসহ ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।