বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭৬ ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ মে, ২০২২ at ৬:২২ অপরাহ্ণ ছবি: আজাদী চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৭৬ রান। তামিম অপরাজিত আছেন ৫২ বলে ৩৫ রান করে। অপর ওপেনার মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন ৬৬ বলে ৩১ রান করে। এর আগে শ্রীলংকা অল আউট হয়েছে ৩৯৭ রান করে।