বান্দরবানের থানচিতে ট্রাক খাদে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সাঈদ (৩০)। তার বাড়ি ফরিদপুর জেলায়। আজ রবিবার(২৯ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার জীবননগর সড়কের ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি ট্রাক পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ সাঈদের মৃত্যু হয়। তিনি থানচি থানা রিসোর্টে শ্রমিকের কাজ করতেন।
এদিকে, দুর্ঘটনায় ট্রাকের চালক সহ আরও ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন ট্রাকের চালক মো. আব্দুল মজিদ, চালকের সহকারী মোহাম্মদ রিজন এবং শ্রমিক মো. ফরহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, বিজিবি, আনসার, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, জীবননগরে বিপজ্জনক ঢালুতে মাল নিয়ে থানচি আসার পথে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা গেছে। অন্যদের জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জীবননগরে বিপজ্জনক এলাকাটিতে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ঘটায় মারা গেছে অনেকে। তাই ঝুঁকিপূর্ণ সড়কটিতে আরও সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।