বান্দরবানের থানচিতে জমি সংক্রান্ত বিরোধে এক জুমচাষীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মংক্যচিং মারমা (৪৬)।
আজ বুধবার (১৫ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের খোয়াছুংক্ষ্যং ঝিরি নামক এলাকায় জমি সংক্রান্ত বিরোধে এক জুমচাষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈ থুই মারমা বলেন, “জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানচি আনা হচ্ছে।”
ঘটনার সত্যতা স্বীকার করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, রেমাক্রীতে জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানচি থানায় আনা হচ্ছে। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় মরদেহ উদ্ধারে সময় লেগেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।