রমজানে ব্যাংকে লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত

আজাদী অনলাইন | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ৭:৫৩ অপরাহ্ণ

আসন্ন রমজান মাসে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সারতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অভ সাইট সুপারভিশন আজ বুধবার (১৫ মার্চ) এক সার্কুলারে রমজান মাসে ব্যাংকের এই সময়সূচি জানিয়ে দিয়েছে।

সেখানে বলা হয়েছে, রোজায় রবিবার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকলেও ‘অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে’ ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

রমজান মাস শেষে ব্যাংকের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

এমনিতে এতদিন ব্যাংক খোলা থাকত সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন করা যেত সাড়ে ৩টা পর্যন্ত।

প্রতি বছর রমজান মাসে ইফতারের সুবিধার জন্য সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি ব্যাংকের সময়সূচিও সমন্বয় করা হয়। এ বছর রমজানে অফিস সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে রুমা-রোয়াংছড়ি-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধজমি বিরোধে বান্দরবানে জুমচাষীকে কুপিয়ে হত্যা