বান্দরবানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৯

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:১৭ অপরাহ্ণ

বান্দরবানের লামা-আলীকদম সড়কে এক দুর্ঘটনায় শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা-আলীকদম সড়কের রেপারপাড়া কেরারঝিরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহিন্দ্র গাড়ি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় দুর্ঘটনায় শিশুসহ ৯ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ-স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা হলেন লিজা আক্তার (১৫), মো. জীবন (১৩), শেফুফা আক্তার (১৪), জান্নাত আক্তার (১৬), আবু বক্কর (২), মো. শান্ত (১২), মো. রাজু (১২), জোসনা বেগম (২০) ও মো. শামীম (১৭) ড্রাইভার।

তারা সবাই আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিবাতলী এলাকার বাসিন্দা। তাদের মধ্যে গুরুতর আহত হওয়ায় শিক্ষার্থী মো. রাজু, মো. শান্ত ও ড্রাইভার মো. শামীমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লামা হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম বলেন, “আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ছয়জন লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, “সড়ক দুর্ঘটনায় গাড়ির চালকসহ ৯ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় মামলায় আবারো আদালতে গণ্ডামারার চেয়ারম্যান লেয়াকত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে কিশোরী ধর্ষণ ঘটনায় র‌্যাবের হাতে যুবক গ্রেফতার