বাকলিয়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ২:০৫ অপরাহ্ণ

মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে নগরী বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজের গোলচত্ত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতাররা হলো মো. হোসেন, মো. মনির উদ্দীন ও সন্তোষ দাশ।

মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রিজ এলাকা থেকে তিনজনকে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে।”

জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে তারা যুক্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅসামপ্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেফতার ১