রাঙ্গুনিয়ায় সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেফতার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৬:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ন্ড-এর চট্টগ্রাম কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক আবু আজাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম কাঞ্চন তুরী (৩০)। বাড়ি উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড, ঠান্ডাছড়ি এলাকায়। তিনি ইটভাটার ব্যবস্থাপক।

সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, “মামলার ৪ নম্বর আসামী কাঞ্চনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

সাংবাদিক আবু আজাদ জানান, রবিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গুনিয়ার অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে সকালে ইসলামপুর ইউনিয়নের মঘাছড়িতে যান। সড়কের পাশে মাটি তুলে ইটভাটায় নিয়ে যাওয়ার সময় ছবি তুলতে থাকেন তিনি। এ সময় ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার পাঁচ-ছয়জনকে নিয়ে এসে তাকে মারধর করেন। এরপর একটি মাইক্রোবাসে তুলে মঘাছড়ি বাজারে নিয়ে যায় তাকে। সেখানে আবার মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করতে থাকে। তার মুঠোফোন, মানিব্যাগ ও পরিচয়পত্র রেখে দেয় তারা।

এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা বলে মহিউদ্দিন তার মুঠোফোন ভেঙে ফেলে বলে অভিযোগ করেন আবু আজাদ। ছেড়ে দেওয়ার পর প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান আবু আজাদ। পরে রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

ভুক্তভোগী ওই সাংবাদিক পরদিন (সোমবার) রাত ৮টার দিকে ইউপি চেয়ারম্যান, সদস্য ও ইটভাটার ব্যবস্থাপকসহ ৪ জনকে আসামী করে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধক্রেতা সেজে ১৫ লাখ টাকার স্বর্ণ চুরি, পরে গ্রেফতার