গাজায় বন্ধ হয়ে গেছে বৃহত্তম হাসপাতালটির কার্যক্রম

আজাদী অনলাইন | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১:০৫ অপরাহ্ণ

গাজায় ইসরায়েলের অবিরাম হামলার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডটির সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফার কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং রোগীদের মধ্যে প্রাণহানি বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।

গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, আল-শিফাসহ ছিটমহলটির উত্তরাংশের হাসপাতালগুলো ইসরায়েলি বাহিনী অবরোধ করে রেখেছে আর সেখানে থাকা রোগীদের চিকিৎসা দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। আল-শিফার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। হাসপাতালটিতে বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে এখানে তিনটি নবজাতক মারা গেছে, আরও অনেকে ঝুঁকির মধ্যে আছে।

ইসরায়েল জানিয়েছে, তারা ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী হামলা চালানো ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের খুঁজে বের করে নির্মূল করার চেষ্টা করছে। গাজার হাসপাতালগুলোর নীচে ভূগর্ভে ও কাছে হামাসের কমান্ড সেন্টার আছে বলে অভিযোগ ইসরায়েলের। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

আজ রবিবার (১৩ নভেম্বর) গেব্রিয়াসুস জানান, ডব্লিউএইচও শিফা হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে, তারা ‘মারাত্মক ও বিপজ্জনক’ পরিস্থিতির মধ্যে আছেন বলে জানিয়েছেন। তারা আরও জানান, ধারাবাহিক গোলাগুলি ও বোমা হামলায় আগে থেকে জটিল হয়ে থাকা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ করা এক পোস্টে গেব্রিয়াসুস বলেছেন, “দুঃখজনকভাবে রোগীদের মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। একটি হাসপাতাল হিসেবে শিফা আর কাজ চালাতে পারছে না।”

তেদ্রোস জাতিসংঘের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মিলে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা থাকা হাসপাতালগুলো যখন মৃত্যু, ধ্বংস ও হতাশার দৃশ্যে রূপান্তরিত হচ্ছে তখন বিশ্ব নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না।”

ইসরায়েল জানিয়েছে, হামাস ৭ অক্টোবর ইসরায়েল থেকে যে ২৪০ জনের মতো বন্দিকে ধরে নিয়ে এসেছে তাদের মুক্ত করার চেষ্টা করছে তারা এবং গাজার হাসপাতালগুলো খালি করতে হবে।

গাজার ‘হাসপাতালগুলো ও বেসামরিকদের মানবঢাল’ হিসেবে ব্যবহার করার জন্য হামাসের নিন্দা করেছে ২৭ দেশের ব্লক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি তারা ইসরায়েলকেও বেসামরিকদের রক্ষায় ‘সর্বোচ্চ’ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান অভিযোগ করে বলেছেন, “হামাস তাদের যোদ্ধাদের ও অস্ত্রশস্ত্র রাখার জন্য হাসপাতাল ও অন্যান্য বেসামরিক স্থাপনা ব্যবহার করছে, এটি যুদ্ধ আইনের লঙ্ঘন।”

পূর্ববর্তী নিবন্ধছোট ভাইকে মাদরাসায় দিয়ে বাড়ি ফেরা হলোনা বড় ভাইয়ের
পরবর্তী নিবন্ধদোহাজারী-কক্সবাজার রেললাইনের ক্লিপ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা