উত্তর-পূর্ব আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছে।
এ কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান এবং ভারতের কয়েকটি শহরেও।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। এর উৎস ছিল জুর্ম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে ভূপৃষ্ঠের ১৮৭.৬ কিলোমিটার গভীরে।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেছেন, এ ভূমিকম্পে আফগানিস্তানের উত্তর-পূর্ব লাঘমান প্রদেশে কমপক্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে ৮ জন।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক উদ্ধার সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, উত্তর পাকিস্তানে দুই শিশু সহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
ওই প্রদেশে আরো ৪১ জন আহত হয়েছে বলে জানান তিনি।
ফাইজি বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে উত্তর পাকিস্তানি শহর এবোটাবাদে রাস্তায় চলাচল বাধাগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন-এর একটি টিম জানায় সেই শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
কম্পনে গাছপালাও কেঁপে উঠে এবং মানুষজনকে আত্মরক্ষার্থে ঘর ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় শহরটিতে।
লাহোর এবং রাওয়ালপিণ্ডি থেকে প্রত্যক্ষদর্শীরা সেখানেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে।
কম্পন অনুভূত হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরেও। সেখানে ঘরবাড়ি কেঁপে উঠে এবং মানুষজনকে ঘর ছেড়ে বাইরে বের হতে দেখা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।