আর্কের মাসিক পারিবারিক কাউন্সিলিং ও মতবিনিময়

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

আর্কের মাসিক পারিবারিক কাউন্সিলিং ও অভিভাবকদের মতবিনিময় সভা গতকাল শনিবার হাটহাজারী পশ্চিম শিকারপুর নূর মার্কেটস্থ আর্ক কম্যুনিটি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ‘সুস্থতা নির্ভর করে আসক্তি নির্ভরশীল ব্যক্তি ও তার পরিবারের সাথে চিকিৎসা প্রদানকারীর সমন্বয় ও নিয়মিত যোগাযোগের উপর’ এই বিষয় নিয়ে বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্র আর্কের সচেতনতামূলক প্রোগ্রামে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করে। আসক্তির ধরণ, প্রভাব, বিভিন্ন ক্ষতিসমূহ এবং আসক্তকালীন অবস্থায় একজন আসক্তের মানসিক, শারীরিক, আচরণিক ও আধ্যাত্মিক অবনমন, অভিভাবকদের মানসিক অবস্থার পরিবর্তনসহ অন্যান্য বিষয় নিয়ে উক্ত অনুষ্ঠানে বিশদ আলোচন করা হয়। আর্কের পক্ষে উপস্থিত ছিলেন আর্ক পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসক ডা. মুহাম্মদ জিসান চৌধুরী, সেন্টার ম্যানজার রকীবুল আজম, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম, সাইকোলজিস্ট ফারহানা আলম আরজু, সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দ মো. তৌহিদুল আলাম, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আরমান এবং আর্কে ইন্টার্নিশিপরত চবি মনোবিজ্ঞান বিভাগের ২জন শিক্ষার্থী।

সভায় উপস্থিত অভিভাবকদের সাথে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। শেষে প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক স্লাইড প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বেতাগী ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধঅবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার না করলে নির্বাচন সুষ্ঠু হবেনা : এ টি এম রেজাউল করিম