চট্টগ্রাম আমার প্রাণের প্রিয় শহর
বয়ে চলে শত হাজার স্মৃতির বহর।
আড্ডা–আলাপে চলে সন্ধ্যা রাতি
ঐতিহ্যের সাক্ষী রাখে চেরাগির বাতি।
শৈলী, নন্দন, বাতিঘরে বইয়ের ভীড়ে
ঘ্রাণ নিতে ছুটে যায় আমি বারেবারে।
চট্টগ্রাম একাডেমির সাহিত্য আয়োজন
প্রসন্ন বোধ জাগায় মুগ্ধতায় আলোড়ন।
প্রিয় চট্টগ্রামে আছে যারা কাছাকাছি
সমপ্রতি ও শান্তি থাকে যেন পাশাপাশি।
এই শহরের আলো, ছায়ায়, মায়ায় বাঁচি
দূরত্ব যতই থাক চট্টগ্রামকে ভালোবাসি।







