শৈত্যপ্রবাহ নেই, তাহলে এত শীত কেন?

সারা দিন দেখা মেলেনি সূর্যের, আজ আরো বাড়তে পারে শীত

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও পৌষের মাঝামাঝি সময়ে কুয়াশাচ্ছন্ন দেশে জেঁকে বসেছে শীত। আরো কয়েকদিন কুয়াশার দাপট থাকার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিনে তাপমাত্রা আরো একটু কমতে পারে। অর্থাৎ শীত আরো বাড়তে পারে। এদিকে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে ঘন কুয়াশার কারণে গতকাল সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গতকাল বিকালে বলেন, আজ কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় এবং কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। শীতের এ তীব্রতা ও কুয়াশার প্রকোপ আরো কয়েকদিন থাকবে। খবর বিডিনিউজের।

তাপমাত্রা যতটা কম, শীত অনেক বেশি অনুভূত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সোমবার ভোরবেলা ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই পার্থক্য ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলেই শীত বেশি অনুভূত হয়। সেখানে পার্থক্য ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। এছাড়া কুয়াশার প্রকোপ থাকায় সূর্যের দেখা মিলছে না। তাতে গ্রাউন্ড হিটেড হচ্ছে না। এটাও শীত বেশি অনুভূত হওয়ার একটি কারণ। আরো দুই দিন দেশে কুয়াশার দাপট থাকবে।

গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোম থেকে শুক্রবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ পাঁচ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধদুই শিশুকে সড়কের পাশে বসিয়ে রেখে চলে গেল মা, আর ফেরেনি