নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় চট্টগ্রাম ওয়াসার পাইপ লাইন ফেটে পুরো এলাকা পানিতে সয়লাব হয়ে যায়। দিনদুপুরে সড়কের মাঝখানে পাইপ লাইন ফেটে তীব্র বেগে পানি বের হতে থাকায় পুরো সড়ক পানিতে থইথই করে। এসময় সড়কটি কাদামাটি আর পানিতে একাকার হয়ে পড়লে পথচারী ও যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়রা জানান, গতকাল সকাল ৮টার দিকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার পুরাতন চেম্বার ভবনের বিপরীতে প্রধান সড়কে ওয়াসার এই এলাকার প্রধান সংযোগ লাইন ফেটে যায়।
খবর পেয়ে ওয়াসার লোকজন সকাল ১০টার দিকে ওই এলাকায় ইট ও বালু দিয়ে গেলে পরবর্তীতে আরও ব্যাপাক ভাবে পানি বের হতে থাকে।
এক পর্যায়ে পুরো সড়ক ডুবে আগ্রাবাদ হোটেলের সামনের সড়কে পর্যন্ত পানি চলে যায়। এর ফলে দুর্ভোগে পড়ে বাণিজ্যিক এলাকার অফিস পাড়ার লোকজন।
এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার মড–১ আগ্রাবাদের নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন জানান, কিছুদিন আগে আগ্রাবাদের ওই এলাকায় স্যুয়ারেজ প্রকল্পের কাজ করেছিল। সম্ভবত ওই স্থানে পানির প্রেসারে পাইপ লাইন ফেটে গেছে। আমরা দুপুরের পর থেকে পানি সরবরাহ বন্ধ করে পাইপ লাইনের কাজ করছি। আজকের (গতকাল সোমবার) মধ্যে ফেটে যাওয়া পাইপ লাইনের কাজ শেষ হবে।












