সীতাকুণ্ডে পানের ট্রাক উল্টে প্রাণ গেল দুইজনের

সীতাকুন্ড প্রতিনিধি | রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পানের ট্রাকে উল্টে ৬ জন হতাহত হয়েছেন৷ এর মধ্যে মারা গেছেন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পানচাষী কমল চৌধুরী (৫৭) ও সমীর চৌধুরী (৫৪)। গুরুতর আহত হয়েছেন একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)।

আহতদের মধ্যে তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের বেশকিছু পানচাষী রয়েছেন। চাষী তাদের ক্ষেতের পান মীরসরাই মিঠাছড়া বাজারে সপ্তাহে ২-৩ বার মিনি ট্রাকে প্রতিরাতে নিয়ে যায়। শনিবার রাতে পানভর্তি ট্রাকটি সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে কমল ও সমীর মারা যায়।

হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা পল্লী চিকিৎসক রূপক নন্দী জানান, তাদের এলাকার পানচাষী রাতে মিনি ট্রাকে করে মিঠাছড়া বাজারে পান নিয়ে যায়। ট্রাকটি উল্টে গেলে এলাকার দুইজন মারা যান। অন্যদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা দুইজনেই পান ব্যবসায়ী। তবে ট্রাক চালক কৌশলে পালিয়ে যায় গাড়ি রেখে।

পূর্ববর্তী নিবন্ধহাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা আটক