আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে কর্মশালা আজ

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, চবি মনোবিজ্ঞান বিভাগ এবং মনোসামাজিক সহায়তা কেন্দ্র সেরেনিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ৩ টি পৃথক কর্মশালা আজ রোববার সকাল ১০ টায় পশ্চিম শিকারপুরস্থ আর্ক কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

কর্মশালাগুলো পরিচালনা করবেন চবি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আফজাল হোসেন এবং সেরেনিটি সাইকো সোশ্যাল সাপোর্ট সেন্টারের ম্যানেজিং পার্টনার এবং কনসালট্যান্ট সাইকোলজিস্ট তোফা হাকিম। কর্মশালাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) বার্ষিক ওরশ আজ শুরু
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথিক