জেএসডির বৃহত্তর চট্টগ্রামেরপ্রার্থীদের সমন্বয় সভা

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির বৃহত্তর চট্টগ্রামে মনোনীত প্রার্থীদের সমন্বয় সভা গতকাল শনিবার সকালে নগরীর উত্তর নালাপাড়া অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. জবিউল হোসেন। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম১ আসনে জেএসডি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইউসূফ চৌধুরী, চট্টগ্রাম২ আসনে মনোনীত প্রার্থী মো. ইয়াকুব (ফটিকছড়ি), চট্টগ্রাম৫ আসনে (হাটহাজারী) মনোনীত প্রার্থী মো. আবুল কালাম, চট্টগ্রাম৯ আসনে মনোনীত প্রার্থী শফিউল আলম খোকন, চট্টগ্রাম১০ আসনের প্রার্থী ডা. জবিউল হোসেন, চট্টগ্রাম১৪ (চন্দনাইশ সাতকানিয়া) আসনের প্রার্থী প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম১৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী, চট্টগ্রাম১৬ আসনের প্রার্থী আমানউল্লাহ খান, (কক্সবাজার) আসনের প্রার্থী মো. সানাউল্লাহ, চট্টগ্রাম মহানগর জেএসডির আহ্বায়ক মোসতবা কামাল ও শ্যামল বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে মেরাকি অনুষ্ঠান