সোনাদিয়ায় গড়ে ওঠা অবৈধ রিসোর্ট সরানোর নির্দেশ

সরকারি জমি ও প্যারাবন দখল

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম সোনাদিয়া দ্বীপে সরকারি জমি ও প্যারাবন দখল করে নির্মিত অবৈধ রিসোর্ট ও স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। গত বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসন মাইকিং করে এ ঘোষণা দিলেও গতকাল শনিবার পর্যন্ত কোনো রিসোর্ট ও অবৈধ স্থাপনা সরায়নি বলে খবর পাওয়া গেছে।

মহেশখালীতে সদ্য যোগদান কৃত ইউএনও ইমরান মাহমুদ ডালিম জানান, সাম্প্রতিক সময়ে সোনাদিয়ায় প্যারাবন কেটে রিসোর্ট নির্মাণ এবং জমি দখলের তথ্য পাওয়ায় তা উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা না সরালে মোবাইল কোর্টের মাধ্যমে তা উচ্ছেদে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই মাইকিং করে অবৈধ দখলদারদের সতর্ক করে জানিয়ে দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ঝাঁউবন ও প্যারাবন কেটে পূর্ব ও পশ্চিম পাড়ায় ইতোমধ্যে বেশ কয়েকটি রিসোর্ট নির্মাণ করা হয়েছে। আরও কয়েকটির কাজ চলছে। এসব রিসোর্টে রাতের বেলায় আগুন জ্বালিয়ে পর্যটকরা অবস্থান করায় প্রতিবেশ ও পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় মৌসুমে বঙ্গোপসাগর থেকে উঠে আসা কচ্ছপের ডিম পাড়া ও পরিযায়ী পাখিদের জীবনচক্র হুমকির মুখে পড়েছে।

স্থানীয় পরিবেশকর্মী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সোনাদিয়ার মতো সংবেদনশীল এলাকায় পরিবেশ রক্ষায় তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থীদের ওপর সশস্ত্র হামলার দায় এড়ানোর কোনো সুযোগ নেই
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেটের আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ