চবিতে স্কুটার সার্ভিস চালুর বিষয়ে সমঝোতা চুক্তি

চবি প্রতিনিধি | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াতকে আরও সহজ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পাখি মোবিলিটির মধ্যে স্কুটার সার্ভিস চালুর বিষয়ে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার চবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার ও পাখি মোবিলিটির সিইও হান্টার চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী আগামী মার্চ মাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে স্কুটার সার্ভিস চালু করা হবে। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা এবং সহযোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন
পরবর্তী নিবন্ধঅপরাধ কর্মে জড়িতরা আমার আশপাশে ভিড়বেন না