বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া–মাহফিলের আয়োজন করে প্রায় ৫০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রাজধানীতে এ আয়োজন সম্পন্ন হয়। ক্রিকেটার তামিম ইকবালের উদ্যোগ ও অংশগ্রহণে এ খাদ্যসেবা কার্যক্রম পরিচালিত হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে। আয়োজনে উপস্থিত হয়ে তামিম ইকবাল নিজ হাতে অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেন। এসময় উপস্থিত স্বেচ্ছাসেবীরা জানান, খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা এবং মানবিক সহযোগিতার উদ্দেশ্যেই এই কার্যক্রম আয়োজন করা হয়েছে। এ সময় তামিম বলেন, ‘দেশের প্রতিটি মানুষ চাইছেন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক। ব্যাপারটাকে রাজনৈতিক না ভেবে সবাই ওনার জন্য দোয়া করবেন। দেশের সবাই চাইছেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক।’ তামিম এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীকে দেখতেও যান। সেখানেও তিনি সকলকে অনুরোধ করেন খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করতে। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশজুড়ে বিভিন্ন স্থানে দোয়া ও মানবিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।











