অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা–কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ। গতকাল চট্টগ্রামে ই ফ্যামিলি কোর্ট উদ্বোধন করতে এলে আইন সচিব লিয়াকত আলী মোল্লার সাথে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা সাক্ষাৎ করেন। এ সময় নেতারা তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবি জানান। তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের ন্যায় পদ –পদবী পরিবর্তন ও বেতন স্কেল নির্ধারণেরও দাবি জানান। নেতারা বলেন, বাংলাদেশ বিচার বিভাগ আইনের ধারক ও বাহক। কিন্তু অধস্তন আদালতের কর্মকর্তা–কর্মচারীরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা। আইন সচিব অবিলম্বে দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মহানগর দায়রা জজ মো. হাসানুুল ইসলামসহ চট্টগ্রামের সকল স্তরের বিচারকরা। আরো উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক আকন্দ। বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন পারভেজ, কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মো. শামসুল হক, চট্টগ্রাম জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দাশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ।











