সচিবালয়ের নতুন ভবনে ধোঁয়া, আগুনের সতর্কতামূলক হুইসেলের শব্দে আতঙ্কে বিভিন্ন ভবন থেকে নেমে আসেন কর্মকর্তা–কর্মচারীরা। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের নতুন ভবন (১ নম্বর ভবন) থেকে ধোঁয়া দেখা যায়। একইসঙ্গে ভবনজুড়ে বারবার বাজতে থাকে সতর্ককর্তার হুইসেল। খবর বিডিনিউজের।
এর কিছুক্ষণ পরই ভবনটির নয় তলায় লাগা আগুন নিভিয়ে ফেলার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। সচিবালয়ের নয় তলার একটি কক্ষের ‘ইগজস্ট ফ্যানে’ আগুন ধরে যাওয়ার তথ্য দেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান শিকদার।
তিনি বলেন, খবর পেয়ে আমাদের গাড়ি গিয়েছিল, কিন্তু ইগজস্ট ফ্যানে অল্প আগুন ধরেছিল, সেটা ‘ফায়ার এক্সটিংগুইশার’ দিয়েই নিভিয়ে ফেলা হয়েছে। শফিকুল কবির নামের একজন কর্মকর্তা বলেন, ফায়ার হুইসেল বাজতে শুরু করার কয়েক মিনিটের মধ্যে নয় তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসছি। এ সময় সচিবালয়ে মূল ফটক ছাড়া সবগুলো ফটক দিয়ে লোকজনের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। সচিবালয়ের এক নম্বর ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, ভিতরে নতুন ভবনে আগুন লেগেছে, এখন প্রবেশ করা যাবে না। একজন কর্মচারী বলেন, আমরা প্রথমে মনে করেছিলাম এটা সিগারেটের ধোঁয়া হতে পারে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উড়ছে। সবাই দ্রুত ভবন ত্যাগ করে। এখনও ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছে না। গত বছরের ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। সে আগুন নেভাতে ১০ ঘণ্টা সময় লেগেছে।











