অনুভব

শাহনাজ সুলতানা | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

অতলন্তিক সাগরের তীরে

তোমার জন্য অপেক্ষা,

হৃদয়ের গভীরে ভালোবাসার নীড়

তোমার চোখের আলোয়

একটি নক্ষত্রের আলো দেখেছি।

সেই আলোয় আলোকিত হৃদয়ের মন্দির,

তোমার হাসি গানে একটি সুর শুনেছি,

সেই সুরে মিলিয়েছি আমার প্রাণ।

তোমার ভালোবাসায় একটি বাগান গড়েছি,

আজ যেন বসন্তের কোকিল ডাকে

কুহু কুহুতানে

তোমার হৃদয়ের দরজায় একটি ছোট্ট

চিঠি লিখেছি পালাবদলের

অপেক্ষা আজ হৃদয়ের গভীরে।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধঅনিবার্য যতি