প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল মঙ্গলবার দুপুরে নদীর মেখল ইউনিয়নের রুহুল্লাপুর এলাকার সত্তারঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন তিনি। ২০২৫–২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় ধাপে ধাপে হালদার রেণু থেকে উৎপাদিত ৫শত কেজি রুই, কাতলা, মৃগেলের পোনা মাছ নদীতে অবমুক্ত করা হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হালদার রেণু থেকে উৎপাদিত এসব পোনা নদীর রুইজাতীয় মাছের মজুতের সাথে যুক্ত হবে এবং ভবিষ্যতে এই পোনা বড় হয়ে হালদা নদীতে প্রজননক্ষম মাছ হিসেবে ডিম ছাড়বে। নদীতে প্রজননক্ষম মা মাছকে নিরাপত্তা দেওয়ার জন্য হালদা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরগুলোকে নিয়মিত অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হাটহাজারীর বাস্তবায়নে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মুমিন, এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী, মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, ডিম সংগ্রহের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত মো. কামাল উদ্দিন সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদসহ হালদা পাড়ের ডিম সংগ্রহকারী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।











