দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির সভা

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর আলমগীর খানকাহ শরীফে গতকাল মঙ্গলবার দাওয়াতে খায়ের স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬ বর্ষকে দাওয়াতে খায়র বর্ষ হিসেবে ঘোষণা করা হয়। স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সিরাজুল হকের সভাপতিত্বে সদস্য সচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রামে মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা, পরবর্তীতে ঢাকায় এ প্রশিক্ষণ পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। দাওয়াতে খায়’র বর্ষে প্রথম দুইমাস অন্তর একটি করে ইজতেমা নগরীর আলমগীর খানকাহ শরীফে, পরবর্তীতে উত্তর ও দক্ষিণ জেলা ও ঢাকায় একটি করে দাওয়াত খায়র ইজতেমা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতি সিরাজুল হক পীরে বাঙাল, আওলাদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (.জি.) এর নির্দেশনার আলোকে স্ট্যান্ডিং কমিটি ঘোষিত কর্মসূচিসমূহ আন্তরিকতা, মহব্বত ও ঈমানি জজবার সাথে পালনের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্ট্যান্ডিং কমিটির সদস্য, কামরুদ্দিন সবুর, পেয়ার মোহাম্মদ, আল্লামা এম এ মান্নান, . মাওলানা সাইফুল আলম, মাওলানা আবুল হাশেম, এমরান হাসান কাদেরী, মোহাম্মদ হোসাইন (ঢাকা), মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী, মাস্টার হাবিবুল্লাহ, শেখ সালাহউদ্দিন, মাওলানা আবূুল খালেক, খোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধস্বপ্নে বোনা দেশ