চিটাগাং ক্লাব লিমিটেডের উদ্যোগে সিসিএল বি ওয়াই ডি দাবা, সিসিএল বার্ষিক দাবা ও গলফ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২২ নভেম্বর শনিবার সন্ধ্যায় ক্লাব ল’নে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ)। স্বাগত বক্তব্য রাখেন সিসিএল জেনারেল কমিটির সদস্য ও দাবা ও গলফ বিভাগের মেম্বার ইনচার্জ তৌফিক ফরহাদ নুর। বিশেষ অতিথি ছিলেন জহুরুল হক বিমান ঘাটির এয়ার অফিসার কমান্ডিং এবং বি এফ শাহীন গলফ ক্লাবের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। এছাড়া চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান মিয়া মো. আব্দুর রহিম, ক্রীড়ানুরাগী মির্জা সালমান ইস্পাহানী, স্পনসর বিওয়াইডি পরিচালক মাহবুবুল কবির খান (শান্তুনু) এবং চৌধুরী মো. মেজবাহ উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, জাবেদ হাসেম (নান্নু), চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাছান জামান, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন এবং সিসিএল গলফ সাব কমিটির কনভেনার হোসেইন মোহাম্মদ শোয়েব সহ ক্লাব সদস্যবৃন্দ ও পবিারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দাবা সাব কমিটির কনভেনার শায়লা মাহমুদ এবং চিটাগাং ক্লাব সচিব কমান্ডার আশরাফ উদ্দিন (অবঃ)। এর আগে সকাল সাড়ে ৮টায় শাহীন গলফ ক্লাবে সিসিএল বার্ষিক গলফ টুর্নামেন্ট উদ্বোধন করেন এয়া অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। এসময় চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ), সিসিএল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ, সিসিএল গলফ বিভাগের মেম্বার ইনচার্জ তৌফিক ফরহাদ নুর সহ সকল কমিটি মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।












