আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১১ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখার সদস্য সচিব নাজিমুর রহমানকে ধানের শীষের প্রার্থী হিসেবে ও সমর্থনে গতকাল রোববার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর ছোটপুল থেকে মিছিলটি শুরু হয়ে এঙেস রোড হয়ে বাদামতলী মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এতে ডবলমুরিং থানা (আংশিক), সদরঘাট, বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।নেতাকর্মীরা জানান, নাজিমুর রহমান দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় থেকে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দলীয় দুঃসময়ে তাঁর কর্মঠ নেতৃত্ব, ত্যাগ, নিষ্ঠা ও তৃণমূলে ব্যাপক গ্রহণযোগ্যতা তাঁকে চট্টগ্রাম–১১ আসনের যোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জনগণের সেবা, সংগঠনকে সুসংগঠিত করা এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে নাজিমুর রহমানকে দেখতে চান তাঁরা এবং তাঁর পক্ষে দৃঢ় সমর্থন জানান। প্রেস বিজ্ঞপ্তি।












