মা-বাবাকে সাথে নিয়ে ওমরাহ করতে যাওয়ার কথা ছিল মান্নানের

গুলিতে শ্রমিকদল নেতা খুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

আগামী ৮ ডিসেম্বর মাবাবা ওমরাহ হজ করতে যাবেন। তাই দেশে আসা সৌদিয়া প্রবাসী আবদুল মান্নানের সম্প্রতি প্রবাসে ফেরার কথা থাকলেও যাননি। পরিকল্পনা ছিল বাবামাকে সাথে নিয়ে মক্কামদিনা যাবেন। কিন্তু তার আর যাওয়া হল না। তার আগেই ঘাতকের বুলেট কেড়ে নিল মান্নানের জীবন।

কান্না করতে করতে কথাগুলো বলছিলেন তার ছোট ভাই মঞ্জুর মোরশেদ। রাঙ্গুনিয়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আবদুল মান্নান। তিনি সরফভাটা ২ নম্বর ওয়ার্ড জিলানী মাদ্রাসা এলাকার মুহিদুল্লাহ বাপের বাড়ির মো. নাজেরের ছেলে। তবে তিনি স্ত্রীসন্তান নিয়ে চন্দ্রঘোনা ভাড়া বাসায় থাকতেন বলে জানান স্বজনরা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা বুলইন্যা বাপের বাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে তিনি প্রাণ হারান।

গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে গেলে দেখা যায়, ঘটনাস্থলে এখনো রক্তের ছোপ ছোপ দাগ। পুলিশের বিশেষ টিম খুনের রহস্য উদঘাটনে তদন্ত করছেন। অন্যদিকে তার বসতঘরে চলছে শোকের মাতম। বারবার মুর্ছা যাচ্ছেন তার স্বজনরা। তারা জানান, তার সাথে নয়ন নামে একজন ছিল। একটি ফোন এলে তারা দুজন বাড়ি থেকে সরফভাটা ক্ষেত্রবাজারে যায়। সেখানে একটি দোকানে নয়নকে বসতে বলে সে একা গাড়ি চালিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর পান স্বজনরা।

নিহতের ভাতিজা সরোয়ার কবির জানান, তার চাচা সরফভাটা ছনাগাজী এলাকার তার দোকানের সামনে থেকেই গিয়েছিলেন। এসময় তার একটি ফোনকল এসেছিল। সাথে নয়নও যায়। তবে এই যাওয়ায় তার চাচার শেষ যাওয়া ছিল উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন তালুকদার জানান, নিহত মান্নান তার পারিবারিক আত্মীয় এবং কাছের ছোট ভাই ছিল। প্রবাস থেকে এসে বালুসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সরফভাটায় নিয়মিত বিরতিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলেছে উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানান তিনি।

আইনশৃক্সখলা বাহিনী জানিয়েছেন, নিহত আবদুল মান্নানের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি তার বাঁ চোখের কাছে, একটি বাঁ হাতে ও দুটি পেটের ডান পাশে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া সাার্কেলের এএসপি বেলায়েত হোসেন বলেন, কেন, কী কারণে মান্নানকে গুলি করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ১৫ মাসে ১৫টি খুনের ঘটনা ঘটেছে রাঙ্গুনিয়ায়। যার অধিকাংশই সরফভাটা এলাকায় বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় লরির ধাক্কায় জেলে নিহত