সিএসইতে লেনদেন ৭.২২ কোটি টাকা

আজাদী ডেস্ক  | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৭.২২ কোটি টাকা। ১,০৮৮টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.২৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১৬.৭৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৪০১.২০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১১.৩৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪৬.২০তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৫.৭৯ পয়েন্ট কমেছে, যা হলো ৮৪৪.২৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৫.৮৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,৭২৪.৩৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৭,২৯৩.০২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৬৭৩.৯০ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০টির, এর মধ্যে দাম বেড়েছে ২০টির, দাম কমেছে ১৩৬টি আর অপরিবর্তিত রয়েছে ৪টির।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় গ্রুপ থিয়েটার উৎসবের উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধশুকিয়ে আসছে তেহরানের কলগুলো, তীব্র পানি সঙ্কটে ইরান