৭৮৬

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

এটা এজন্য যে, আল্লাহ কোন সম্প্রদায় থেকে, যে অনুগ্রহ তাদেরকে প্রদান করেছেন তা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা বদলে না যায়; এবং নিশ্চয় আল্লাহা শ্রোতা, জ্ঞাতা।

আলকুরআনের বঙ্গানুবাদ (:৫৩) সূরা আলআন্‌ফাল।

যতক্ষণ পর্যন্ত মনে আনন্দ পাও, ততক্ষণ কোরান শরীফ পাঠ কর, আর যখন ভাল না লাগে তখন রাখিয়া দাও।

আলহাদীস (বোখারী, মোসলেম)

যে জিনিসের উত্থান আছে তার পতনও আছে।

অস্টিন ডবসন।

পূর্ববর্তী নিবন্ধআমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধমানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিতে হবে